ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
বিএসইসি-তে পাল্টাপাল্টি অবস্থান, শেয়ারবাজারে অশনিসংকেত

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের পদত্যাগ দাবিতে গত দুই দিন ধরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান কার্যালয়ে অস্থিরতা চলছে।
বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্মবিরতির ঘোষণা দিয়ে বৃহস্পতিবারও অফিসে কাজ বন্ধ রাখে। তবে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না।
বুধবার জরুরি সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায়, তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার সকালে বিএসইসি অফিসে চেয়ারম্যান বা কমিশনারদের দেখা যায়নি। তবে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছিলেন। তারা অফিসে উপস্থিত থাকলেও কোনো কাজ করেননি। বরং আলোচনা ও কথাবার্তায় সময় কাটাচ্ছিলেন।
বেলা ৩টার দিকে বিএসইসি চেয়ারম্যান এবং তিন কমিশনার কার্যালয়ে উপস্থিত হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএসইসি ভবনে উপস্থিত ছিল। বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, শেয়ারবাজারে চলমান তদন্তের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, মিথ্যা তথ্য দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে ডেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তারা দাবি করেছে, বর্তমান কমিশনের নেতৃত্বে অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে এবং তাদের হয়রানি করা হচ্ছে। তারা বর্তমান কমিশনকে পদত্যাগ করতে এবং তাদের কর্মকাণ্ডে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
এছাড়া, বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
শেয়ারবাজারে চলমান অস্থিরতা নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এক বছর ধরে শেয়ারবাজারে নতুন অর্থ প্রবাহ কমে যাওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ কমছে এবং বাজারে মন্দাভাব বিরাজ করছে। বিএমবিএ দ্রুত সংকট সমাধানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর