ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
যে কারণে ব্যালন ডি’অর বয়কট করেন ভিনিসিয়ুস
.jpg)
ডুয়া নিউজ: গত বছর ব্যালন ডি’অর পুরস্কারে ছিল চরম নাটকীয়তা, হয়েছিল রীতিমতো তোলপাড়। শুরুতে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পেতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠলেও পুরস্কার দেওয়ার কয়েক ঘণ্টা আগে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, ভিনি নন ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
এমন খবরে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এই পুরস্কারটি উঠে রদ্রির হাতে। ব্যালন ডি’অর বয়কট করা নিয়ে মুখ খুলেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ মানা করার কারণেই সেদিন প্যারিস যাননি বলে জানিয়েছেন ভিনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোরা। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়ুস। গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’
ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে এই রিয়াল তারকা বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস লিখতে চান জানিয়ে ভিনিসিয়ুস আরও বলেন, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারবো এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারবো। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা