ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শেয়ারবাজারে সাড়ে ৫১ হাজার বিও হিসাব শেয়ারশুন্য

ডুয়া নিউজ: দীর্ঘদিন পতনের মধ্যে আটকে থাকার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের শেয়ারবাজারে কিছুটা চাঙ্গাভাব লক্ষ্য করা গিয়েছিল। তবে এই চাঙ্গাভাব দীর্ঘস্থায়ী হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রথম চার কর্মদিবসে ডিএসই সূচক ৭৮৬ পয়েন্ট বৃদ্ধি পায়। তারপর থেকেই বাজার পূর্বের নিম্নমুখী ধারায় ফিরে যায়। এরপর সাত মাস পেরিয়ে গেলেও শেয়ারবাজার পুনরুদ্ধার হয়নি। যদিও অর্থনীতির অন্যান্য খাত উন্নতির দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছে।
ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে ঘিরে অনেকের প্রত্যাশা ছিল যে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনকালে শেয়ারবাজারে যেসব অনিয়ম, দুর্নীতি, কারসাজি এবং সিন্ডিকেট বাণিজ্য ঘটেছিল, তা মুক্ত হবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি এবং বাজারের অনিয়ম ও কারসাজির কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ করা অর্থ হারিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সাত মাসে ৫১ হাজার ৫৪৯টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব শেয়ারশূন্য হয়ে গেছে। বর্তমানে শেয়ারবিহীন বিও হিসাবের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৬৬-এ পৌঁছেছে। গত দুই মাসে ১৭ হাজার ৭৩২টি বিও হিসাব শেয়ারবিহীন হয়ে গেছে। একই সময়ে ৫৪টি বিদেশি বিও হিসাবও শেয়ারবিহীন হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
সিডিবিএলের তথ্যমতে, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ৪৬ হাজার ৬৩৩টি। শেখ হাসিনার সরকারের পতনের সময় ছিল ৪৭ হাজার ৮৩টি। অর্থাৎ গত সাত মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ৪৫০টি কমেছে। হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট শেয়ারবিহীন বিও হিসাব ছিল ৩ লাখ ১০ হাজার ৯১৭টি। ৬ আগস্টের পর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে ৬ হাজার ৫৮৫টি বিও হিসাব শেয়ারবিহীন হয়েছে। ৬ আগস্টে শেয়ারযুক্ত বিও হিসাব ছিল ১২ লাখ ৯৫ হাজার ৭৬৮টি। এখন সেই সংখ্যা ১২ লাখ ৫৭ হাজার ৩৫৫-এ নেমে এসেছে। যা থেকে স্পষ্ট হয় যে, শেয়ারবাজারে শেয়ার বিক্রি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর