ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
৪২তম বিসিএসে বঞ্চিত চিকিৎসকদের নিয়োগ দাবি

ডুয়া নিউজ: ৪২তম (বিশেষ) বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক ক্যাডার পদে নিয়োগে বাদ পড়া ১ হাজার ৯১৯ জন চিকিৎসক তাদের নিয়োগ প্রদান করার দাবি জানিয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন। চিকিৎসকরা ‘নির্বাচিত’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে তাদের কথা অনুযায়ী, ২০২১ সালের ৪২তম বিসিএসের ফলাফল অনুযায়ী, পর্যাপ্ত পদ না থাকায় তারা দীর্ঘ সময় ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তারা বৈষম্যের শিকার হয়েছেন।
চিকিৎসকরা আরও জানান, স্বাস্থ্য অধিদফতর নীতিগতভাবে দ্রুত ২ হাজার নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারা ৪২তম বিসিএসের অপেক্ষমাণ চিকিৎসকদের অগ্রাধিকার দেয়ার দাবি জানান।
তারা তুলে ধরেন যে, দেশে উপজেলা ও জেলা পর্যায়ে মারাত্মক চিকিৎসা সংকট বিদ্যমান। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ জনগণের মৌলিক চিকিৎসা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হচ্ছে এবং যথাযথ চিকিৎসক না থাকার কারণে রোগীরা তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
চিকিৎসকরা উল্লেখ করেন, সাধারণ বিসিএস নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং বর্তমানে ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএসের প্রক্রিয়া চলছে। ৪২তম বিসিএসের পর আর কোন চিকিৎসক নিয়োগ হয়নি। এই পরিস্থিতি দ্রুত নিয়োগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তারা দাবি জানান।
নিয়োগ বঞ্চিত ডা. ফাতেমা আক্তার বলেছেন, তারা যৌক্তিক দাবি নিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে স্মারকলিপি দিয়েছেন। চূড়ান্তভাবে দেশের মানুষের চিকিৎসায় নিজেদের নিয়োজিত করার জন্য তারা প্রস্তুত।
এ সময় মনোরোগ বিশেষজ্ঞ ও এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, এই চিকিৎসকদের যোগ্যতায় কোনো অভাব নেই। তারা বিসিএসে উত্তীর্ণ, তাই কেন তাদের নিয়োগ দেয়া হচ্ছে না? যারা চিকিৎসক হিসেবে কাজ করতে চেয়েছিলেন, তারা এখন সংবাদ সম্মেলনে বাধ্য হচ্ছেন। এটি সরকারের ব্যর্থতা।
তিনি জানান, রাজনৈতিক কারণে নির্মিত মানহীন মেডিক্যাল কলেজগুলো বন্ধ করারও প্রয়োজন। সেখানে রোগীদের অভাব রয়েছে এবং শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার জন্য অসঙ্গতিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডা. ফারজানা সাথী, ডা. মো. রেজওয়ান কবীর, এবং ৪২তম বিসিএসের উত্তীর্ণ অন্যান্য চিকিৎসকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি