ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
৪২তম বিসিএসে বঞ্চিত চিকিৎসকদের নিয়োগ দাবি

ডুয়া নিউজ: ৪২তম (বিশেষ) বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক ক্যাডার পদে নিয়োগে বাদ পড়া ১ হাজার ৯১৯ জন চিকিৎসক তাদের নিয়োগ প্রদান করার দাবি জানিয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন। চিকিৎসকরা ‘নির্বাচিত’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে তাদের কথা অনুযায়ী, ২০২১ সালের ৪২তম বিসিএসের ফলাফল অনুযায়ী, পর্যাপ্ত পদ না থাকায় তারা দীর্ঘ সময় ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তারা বৈষম্যের শিকার হয়েছেন।
চিকিৎসকরা আরও জানান, স্বাস্থ্য অধিদফতর নীতিগতভাবে দ্রুত ২ হাজার নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারা ৪২তম বিসিএসের অপেক্ষমাণ চিকিৎসকদের অগ্রাধিকার দেয়ার দাবি জানান।
তারা তুলে ধরেন যে, দেশে উপজেলা ও জেলা পর্যায়ে মারাত্মক চিকিৎসা সংকট বিদ্যমান। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ জনগণের মৌলিক চিকিৎসা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হচ্ছে এবং যথাযথ চিকিৎসক না থাকার কারণে রোগীরা তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
চিকিৎসকরা উল্লেখ করেন, সাধারণ বিসিএস নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং বর্তমানে ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএসের প্রক্রিয়া চলছে। ৪২তম বিসিএসের পর আর কোন চিকিৎসক নিয়োগ হয়নি। এই পরিস্থিতি দ্রুত নিয়োগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তারা দাবি জানান।
নিয়োগ বঞ্চিত ডা. ফাতেমা আক্তার বলেছেন, তারা যৌক্তিক দাবি নিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে স্মারকলিপি দিয়েছেন। চূড়ান্তভাবে দেশের মানুষের চিকিৎসায় নিজেদের নিয়োজিত করার জন্য তারা প্রস্তুত।
এ সময় মনোরোগ বিশেষজ্ঞ ও এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, এই চিকিৎসকদের যোগ্যতায় কোনো অভাব নেই। তারা বিসিএসে উত্তীর্ণ, তাই কেন তাদের নিয়োগ দেয়া হচ্ছে না? যারা চিকিৎসক হিসেবে কাজ করতে চেয়েছিলেন, তারা এখন সংবাদ সম্মেলনে বাধ্য হচ্ছেন। এটি সরকারের ব্যর্থতা।
তিনি জানান, রাজনৈতিক কারণে নির্মিত মানহীন মেডিক্যাল কলেজগুলো বন্ধ করারও প্রয়োজন। সেখানে রোগীদের অভাব রয়েছে এবং শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার জন্য অসঙ্গতিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডা. ফারজানা সাথী, ডা. মো. রেজওয়ান কবীর, এবং ৪২তম বিসিএসের উত্তীর্ণ অন্যান্য চিকিৎসকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর