ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৪ ডিসেম্বর ১৬ ০৮:০৩:৩২
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ডুয়া নিউজ: জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানগণ।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানান। বিউগলে বেজে ওঠে করুণ সুর। স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী বইয়ে তার স্বাক্ষরও করেন তিনি।

১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন। ৫৩ বছর পেরিয়ে বাংলাদেশ আজ ৫৪ তে পা রাখছে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙানো বাংলার দামাল ছেলে-মেয়েরা ফুটন্ত সকাল এনে দেয়।

বিজয় দিবস উপলক্ষে গত এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে। সড়কের পাশে রঙিন গাছ স্থাপন করা হয়েছে এবং ছোট-বড় গাছ ও ফুলের গাছগুলো পরিপাটি করা হয়েছে।

মহান বিজয় দিবসকে স্মরণীয় করে তুলতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিটও অবমুক্ত করেছেন। সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত