ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারে উত্থানের হাতছানি, ছাড়ালো আগের সর্বোচ্চ সীমা

ডুয়া ডেস্ক : দেশের শেয়ারবাজারে উত্থানের হাতছানি দিচ্ছে। এদিন গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পৌঁছেছে। বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ ও কিছু কোম্পানির শেয়ারের প্রতি বেড়ে যাওয়া চাহিদার কারণে লেনদেনের এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সূচক ও লেনদেনে উত্থানের পাশাপাশি যে পরিমাণ প্রতিষ্ঠানের দর কমেছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ য়ে টানা চার কর্মদিবস শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেল। লেনদেন এবং দামেও একইরকম ইতিবাচক অবস্থা বিরাজ করছে।
আজ ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ৫৪৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে গত ১৮ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি টাকা।
আজ ডিএসইতে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৭ দশমিক ৮৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ দশমিক ০৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান