ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৪:৫৪:১১
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতের তুলনায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকলেও টাইগাররা বেশ আত্মবিশ্বাসী। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছেন, "এই সংস্করণে আমাদের দলটি ভালোভাবে ভারসামিত। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকেই হারাতে পারি। প্রতিটি দলই শিরোপা জয়ের সম্ভাবনা রাখে। আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করি। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারব।"

অন্যদিকে ভারতও এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট। তারা জয় দিয়েই এবারের আসর শুরু করতে চায়। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলনে বলেছেন, "আমাদের জন্য ভালোভাবে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেকেই জানে তাদের কী করতে হবে। আমরা জানি আমাদের কাজ কী এবং সেটা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে