ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ০৯:০১:৪৮
আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক

ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম দিনে বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিরা অংশ নেবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার জন্য জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনটি অন্তর্বর্তী সরকারের অধীনে গঠন করা হয়েছে। এর সদস্যরা হলেন— সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

এই কমিশনটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের সুপারিশ করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে