ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাড়ির উঠোনে ছিল ইশরাক, ভেসে উঠল পুকুরে

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:৩৩:৪২
বাড়ির উঠোনে ছিল ইশরাক, ভেসে উঠল পুকুরে

ডুয়া ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে।

শিশুটির নাম ইশরাক হোসেন। সে পিরোজপুর গ্রামের মুন্সি বাড়ির রুবেল হোসেন মুন্সির ছেলে।

পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতোই ইশরাক বাড়ির উঠোনে খেলছিল। তাকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক সময় তার নানী বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলার সময় সকলের অজান্তে শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে