ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল কর্তৃপক্ষ

২০২৬ জানুয়ারি ২৭ ২১:৪৬:৪৫

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। তবে বর্তমানে যাঁরা নিজ জেলায় কর্মরত আছেন, তাঁরা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা, ২০২৬’ থেকে এসব তথ্য জানা গেছে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক প্রথম যোগদানের পর টানা দুই বছর চাকরি সম্পন্ন করলে বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলির আবেদন নিষ্পত্তি করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

বদলির পুরো প্রক্রিয়া একটি নির্ধারিত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদ্বয়ের লিখিত আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, প্রতিবছর প্রজ্ঞাপনের মাধ্যমে শূন্য পদের বিপরীতে বদলির আবেদন আহ্বান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান প্রক্রিয়া শেষ করতে হবে।

বদলির ক্ষেত্রে শিক্ষকরা প্রথমে নিজ জেলার শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্যান্য জেলায় আবেদন করা যাবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগও থাকছে।

তবে যেসব শিক্ষক এমপিও বন্ধ অবস্থায় রয়েছেন, সাময়িক বরখাস্ত হয়েছেন বা ফৌজদারি মামলায় অভিযুক্ত—তাঁরা বদলির সুযোগ পাবেন না।

নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক একবার বদলি হওয়ার পর নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর দায়িত্ব পালন না করলে পুনরায় বদলির আবেদন করতে পারবেন না। একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন এবং আবেদনে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যাবে।

একই শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে জ্যেষ্ঠতা, নারী প্রার্থী এবং দূরত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করা হবে। বদলির আদেশ জারির পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষক অবমুক্ত করতে হবে এবং শিক্ষককে পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত