ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

৪ ফেব্রুয়ারি ঢাবির ক্লাস ও অফিস ছুটি ঘোষণা

২০২৬ জানুয়ারি ২৬ ১৩:৪১:০৬

৪ ফেব্রুয়ারি ঢাবির ক্লাস ও অফিস ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিসসমূহ একদিনের জন্য বন্ধ থাকবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। ধর্মীয় গাম্ভীর্যের সাথে দিনটি পালনের সুবিধার্থে নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ওইদিন শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ