ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলমান: সুজন সম্পাদক

২০২৬ জানুয়ারি ২৬ ১০:৪৪:১৩

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলমান: সুজন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কর্তৃত্ববাদী শাসনের পতন হলেও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলমান—এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই এখানেই শেষ হয়ে যায়নি।

রবিবার (২৫ জানুয়ারি) সুজন সিলেট জেলার আয়োজনে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য শর্ত। তবে শুধু নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে হলে আইনি, কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথ এখনো বাকি। নির্বাচন ব্যবস্থার সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারই ছিল ওই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা।

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়েছে যে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুজন সম্পাদক বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি নাগরিক সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, নাগরিক সমাজকে ‘ল্যাপ ডগ’ নয়, বরং গণতন্ত্র ও সুশাসন রক্ষায় সক্রিয় ‘ওয়াচ ডগ’-এর দায়িত্ব পালন করতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত