ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

রাজধানীতে আজকের কর্মসূচি (২৩ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ২৩ ১০:২০:৩১

রাজধানীতে আজকের কর্মসূচি (২৩ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) দেশব্যাপী ব্যাপক নির্বাচনি প্রচারণায় নামছেন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা ও প্রার্থীরা। আজ রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক জনসভা, গণসংযোগ ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

বিএনপি শীর্ষ নেতৃত্বের কর্মসূচি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীতে নির্বাচনি প্রচারণা চালাবেন। সন্ধ্যা ৬টায় তিনি ভাষানটেক বিআরবি ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় কাটাবেন। বিকেল ৩টায় তিনি শোলটহরী বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন।

রাজধানীর নির্বাচনি মাঠ

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সকাল ১০টায় বংশালের সূরিটোলা স্কুল থেকে প্রচারণা শুরু করবেন। তিনি নবাবপুর, আলুবাজার ও নাজিরা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস শাহজাহানপুরে জুমার নামাজ আদায় শেষে বিকেলে আরামবাগে প্রীতি ফুটবল ম্যাচ ও গণসংযোগে অংশ নেবেন। বিশেষ আকর্ষণ হিসেবে রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা ও রমনা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া ঢাকা-১৬ আসনে আমিনুল হক মিরপুর-১২ থেকে, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিব বাসাবো ফ্লাইওভার এলাকা থেকে এবং ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন পশ্চিম জুরাইন থেকে গণসংযোগ শুরু করবেন। ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম (শাপলা কলি) উত্তরা ও উত্তরখান এলাকায় দিনভর প্রচারণা চালাবেন।

জামায়াতে ইসলামীর তৎপরতা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরসহ আটটি জেলা সফরের কার্যক্রম শুরু করবেন। এদিকে, ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের সঙ্গে সকাল ৯টায় গুলশানের একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের দুই সদস্যের বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্যান্য কর্মসূচি

সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব:) মো. আব্দুল বাতেন মিরপুর-১২, ১১ এবং কালশী এলাকায় দিনভর উঠান বৈঠক ও গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত