ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহার নিয়ে ইসির নতুন নির্দেশনা 

২০২৬ জানুয়ারি ২২ ১৮:৪৫:২১

নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহার নিয়ে ইসির নতুন নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এবারের নির্বাচনে পোস্টারবিহীন প্রচারণার পাশাপাশি শব্দদূষণ রোধে মাইক ব্যবহারের সময় ও শব্দের মাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল দুপুর ২টার আগে এবং রাত ৮টার পরে নির্বাচনি প্রচারণায় মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্র ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ প্রতিদিন মাত্র ৬ ঘণ্টা মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

জনসভার ক্ষেত্রে জানানো হয়েছে, কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় প্রার্থীরা একই সঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইকের ক্ষেত্রে এই সংখ্যাগত সীমাবদ্ধতা থাকবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দের তীব্রতা। ইসি জানিয়েছে, নির্বাচনি প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্রের শব্দের মানমাত্রা কোনোভাবেই ৬০ ডেসিবেলের অধিক হতে পারবে না। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এবারই প্রথম ডিজিটাল প্রচারণা ও জনসভার ওপর জোর দিয়ে পোস্টার ছাড়াই নির্বাচনি প্রচারণার নতুন সংস্কৃতি শুরু হয়েছে। কমিশন আশা করছে, শব্দসীমা ও সময়ের এই কঠোর নিয়ম পালনের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত