ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

২০২৬ সালের সেরা ১১ হেডফোন ও ইয়ারবাডের তালিকা প্রকাশ

২০২৬ জানুয়ারি ১৯ ১৯:৫২:২৮

২০২৬ সালের সেরা ১১ হেডফোন ও ইয়ারবাডের তালিকা প্রকাশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে হেডফোন বা ইয়ারবাড কেবল শৌখিন বস্তু নয়, বরং নিত্যদিনের অপরিহার্য ডিভাইসে পরিণত হয়েছে। উন্নত সাউন্ড কোয়ালিটি, নয়েজ ক্যানসেলেশন এবং আরামদায়ক ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করতে ২০২৬ সালের সেরা ১১টি হেডফোন ও ইয়ারবাডের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘ম্যাশেবল’।

গবেষণায় দেখা গেছে, সনি এবং বোসের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ হেডফোনগুলোর দাম বর্তমানে প্রায় ৪৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সব ধরনের বাজেট ও চাহিদার কথা মাথায় রেখে এই তালিকাটি প্রস্তুত করেছেন।

তালিকায় সবচেয়ে আরামদায়ক হেডফোন হিসেবে জায়গা করে নিয়েছে বোস কোয়ায়েটকমফোর্ট আলট্রা (২য় জেন)। যারা নিখুঁত সাউন্ড ও আধুনিক নয়েজ ক্যানসেলেশন খুঁজছেন, তাদের জন্য সেরা হিসেবে নির্বাচিত হয়েছে সনি ডব্লিউএইচ-১০০০এক্সএম৬। বাজেট সাশ্রয়ী ব্যবহারের জন্য জে-ল্যাব জে-বাডস লাক্স এএনসি এবং ১০০ ডলারের নিচে সেরা হিসেবে সনি ডব্লিউএইচ-সিএইচ৭২০এন-কে বেছে নেওয়া হয়েছে।

ইয়ারবাড ক্যাটাগরিতে নয়েজ ক্যানসেলেশনের জন্য বোস কুইটকমফোর্ট আলট্রা ইয়ারবাডস (২য় জেন) এবং অ্যাপল ব্যবহারকারীদের জন্য এয়ারপডস প্রো থ্রি-কে সেরা ঘোষণা করা হয়েছে। এছাড়া শরীরচর্চার জন্য বিটস পাওয়ারবিটস প্রো ২ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের জন্য সেনহাইজার মোমেন্টাম ফোর শীর্ষে রয়েছে। তালিকায় আরও রয়েছে প্যানাসনিক টেকনিকস ইএএইচ-এজেড১০০, ইয়ারফান এয়ার প্রো ৪ এবং জনপ্রিয় সনি ডব্লিউএইচ-১০০০এক্সএম৫।

বিশেষজ্ঞরা বলছেন, যারা সাধারণ মানের চেয়েও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা চান, তাদের জন্য এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত