ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

২০২৬ জানুয়ারি ১৯ ১০:৪০:১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। দিবসটি ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। শৈশব ও কৈশোরের কিছু সময় বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে চলে যান।

শিক্ষাজীবন শেষ করে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন জিয়াউর রহমান। পেশাদার সৈনিক হিসেবে তার কর্মজীবন ছিল বর্ণাঢ্য ও ঘটনাবহুল। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা করেন। সময়ের প্রয়োজনে প্রায় সাড়ে চার দশক আগে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের দর্শন তুলে ধরে তিনি দ্রুতই গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হন।

তার শাসনামলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র পরিচিতি লাভ করে। সততা, সাহসিকতা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে তিনি দেশবাসীর মনে স্থায়ী স্থান করে নেন। তার রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করেন।

শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বগুণে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

রিজভী জানান, এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন। পাশাপাশি জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি দিনব্যাপী পালন করা হবে।

দ্বিতীয় দিন, ২০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত