ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রূপপুর থেকে মার্চে মিলবে বিদ্যুৎ: উপদেষ্টা সালেহউদ্দিন

২০২৬ জানুয়ারি ১৮ ২০:২৮:০৭

রূপপুর থেকে মার্চে মিলবে বিদ্যুৎ: উপদেষ্টা সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ জ্বালানি (ফুয়েল) লোডিং সম্পন্ন হবে। এরপর মার্চের শেষ দিকে এই ইউনিট থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত শুক্রবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব তথ্য জানান।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও টেকসই উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। নির্মাণকাজে যুক্ত দেশি-বিদেশি প্রকৌশলী ও কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রকল্প সংশ্লিষ্ট রোসাটমের প্রকৌশলীরা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। শেষ পর্যন্ত ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত