ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

অষ্টম দিনের আপিল শুনানি শুরু ইসিতে

২০২৬ জানুয়ারি ১৭ ১০:৪৬:১৫

অষ্টম দিনের আপিল শুনানি শুরু ইসিতে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থিতা নিয়ে আইনি লড়াই আরও এক ধাপ এগোল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি কার্যক্রমের অষ্টম দিন শুরু হয়েছে নির্বাচন কমিশনে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। কমিশন সূত্র জানিয়েছে, আজ বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।

আজকের শুনানিতে ধার্য রয়েছে ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদন। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন।

এর আগে শুক্রবার কমিশনে জমা পড়া ৪৩টি আপিল আবেদনের শুনানি শেষে ১৮টি ক্ষেত্রে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে আপিল মঞ্জুর করা হয়। একই সঙ্গে ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা চারটি আপিলও খারিজ করে দেয় কমিশন। এছাড়া চারটি আপিল আবেদন শুনানি শেষে অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।

এ ছাড়া ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত