ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

জেনে নিন: এআই (AI) পড়াশোনায় বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

পার্থ হক
পার্থ হক

রিপোর্টার

২০২৬ জানুয়ারি ১৬ ১৭:৩১:৫৮

জেনে নিন: এআই (AI) পড়াশোনায় বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

পার্থ হক: সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে সাংহাই র‍্যাঙ্কিং। ‘গ্লোবাল র‌্যাঙ্কিং অব একাডেমিক সাবজেক্টস’ শিরোনামের এই তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, চীন, কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান।

২০২৫ সালের এই র‌্যাঙ্কিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে শীর্ষে অবস্থান করেছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU)। NTU প্রথম স্থানে থেকে পেয়েছে ২৮৯ পয়েন্ট। চীনের সিনহুয়া ইউনিভার্সিটি ২৮৪.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি প্রতিষ্ঠান এশিয়াভিত্তিক, বাকি বিশ্ববিদ্যালয়গুলো উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থান করছে।

শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় এই রকম:

১. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর - ২৮৯

২. সিনহুয়া ইউনিভার্সিটি, চীন - ২৮৪.৭

৩. টরন্টো ইউনিভার্সিটি, কানাডা - ২৬৫.৯

৪. ঝেজিয়াং ইউনিভার্সিটি, চীন - ২৪৮.৮

৫. আলবার্টা ইউনিভার্সিটি, কানাডা - ২৪৬.২

৬. কার্নেগি মেলন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র - ২৪১.৩

৭. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস - ২৩৭.৫

৮. ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি, অস্ট্রেলিয়া - ২৩৫

৯. মন্ট্রিয়েল ইউনিভার্সিটি, কানাডা - ২৩৪.৫

১০. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র - ২২৮.৯

এছাড়া এই র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে অবস্থান করছে আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয় (২২৫.১), আর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে ১৭ নম্বরে (২১০.২)।

২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ের জন্য প্রায় ২ হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে ৪০০ বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে AI প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোকে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে কমপক্ষে ১০০টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হয়েছে।

র‌্যাঙ্কিংয়ের পদ্ধতিতে মূলত শিক্ষকদের গুণগত মান, গবেষণার পরিমাণ ও মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক সহযোগিতা বিবেচনা করা হয়েছে। সাংহাই র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক র‍্যাঙ্কিং হিসেবে পরিচিত এবং এটি ২০০৩ সাল থেকে চীনের সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় প্রকাশ করে আসছে। এটি কোয়াকোয়ারেলি সাইমন্ডস ও টাইমস হায়ার এডুকেশনের পাশাপাশি বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত