ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

উত্তরায় আবাসিক ভবনে আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

২০২৬ জানুয়ারি ১৬ ১২:১৭:০৯

উত্তরায় আবাসিক ভবনে আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালের এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ওই ভবন থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার চার মিনিটের মাথায় উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। তল্লাশি চালিয়ে ভবনের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ও দগ্ধ ১৩ জনকে উদ্ধার করে নিকটস্থ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস লিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত