ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
নবম পে-স্কেল: গ্রেড সংখ্যা নিয়ে যা সিদ্ধান্ত জানালো কমিশন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে জাতীয় বেতন কমিশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের এক গুরুত্বপূর্ণ সভায় বেতন গ্রেডের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, গ্রেড সংখ্যা পরিবর্তনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের পূর্ণ ও খণ্ডকালীন সদস্যরা অংশ নেন। সভা শেষে এক সদস্য জানান, গ্রেড সংখ্যা ২০টিই থাকছে, তবে বেতন বাড়ানোর সুপারিশ করা হবে। পেনশন, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার বিষয়ে আলোচনা হলেও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হবে, তা নিয়ে এখনও কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বনিম্ন বেতন চূড়ান্ত না হওয়ায় পুরো কাঠামোটি ঝুলে আছে। এই সংকট নিরসনে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। আগামী ২১ জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে জাতীয় বেতন কমিশনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বৃহস্পতিবার বিকেলে ঢাবির রেজিস্ট্রার ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মাকছুদুর রহমান সরকার অভিযোগ করেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির লক্ষ্যে গঠিত চার সদস্যের একটি সাব-কমিটি ৩৩টি ন্যায়সংগত প্রস্তাবনা পেশ করেছিল। এতে বেতন-ভাতাকে কাজের মান ও পারফরম্যান্সের সঙ্গে সম্পৃক্ত করার সুপারিশ ছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনার জন্য এজেন্ডাভুক্ত করতে বারবার অনুরোধ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। কমিশনের এমন অবহেলামূলক আচরণের প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ করার পরিকল্পনা রয়েছে। কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে, যা জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম