ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত

২০২৬ জানুয়ারি ১৫ ১৭:৫২:৩০

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহকে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গা (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রপ্তানি, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়, আসন্ন জাতীয় নির্বাচন এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। তিনি উল্লেখ করেন, সৌদি আরব শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি নয়, বরং প্রায় ৩২ লাখ প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে।

তিনি আরও জানান, সৌদি প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশের আরও বেশি জনশক্তি সৌদি আরবে পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়। এ মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদান প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলাদেশ মিশন এবং দেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে তৎপরভাবে কাজ করছে।

এছাড়া নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন পরিচালনা মূলত নির্বাচন কমিশনের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান চলমান রয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। উপদেষ্টা জানিয়ে দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না, তবে যথাযথ প্রতিনিধি প্রেরণ করা হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত