ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষা এবং আইনি দায়মুক্তি নিশ্চিত করতে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন।
আইন উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত সকল রাজনৈতিক প্রতিরোধ ও কর্মকাণ্ডকে এই আইনের আওতায় সুরক্ষা দেওয়া হয়েছে। ফলে গণঅভ্যুত্থানকালে এসব কর্মকাণ্ডের জন্য অংশগ্রহণকারীদের ওপর কোনো ফৌজদারি দায় বা দায়িত্ব বর্তাবে না। ইতোমধ্যে এ সংক্রান্ত কোনো মামলা হয়ে থাকলে সরকার তা প্রত্যাহারের ব্যবস্থা নেবে এবং নতুন করে কোনো মামলা করা যাবে না।
তবে ব্যক্তিগত স্বার্থ বা প্রতিহিংসা থেকে সংঘটিত অপরাধের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, “যদি কেউ ব্যক্তিগত স্বার্থে, সংকীর্ণ উদ্দেশ্যে বা লোভের বশবর্তী হয়ে কোনো হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তবে সে দায়মুক্তি পাবে না। এই আইন কেবল সম্মিলিতভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের আইনি সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে।”
কোন হত্যাকাণ্ডটি ‘রাজনৈতিক প্রতিরোধ’ আর কোনটি ‘ব্যক্তিগত স্বার্থে’ সংঘটিত—তা নির্ধারণের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। যদি কোনো ভিকটিমের পরিবার মনে করে তাদের স্বজন ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন, তবে তারা মানবাধিকার কমিশনে আবেদন করতে পারবেন। কমিশনের তদন্ত প্রতিবেদন আদালতে পুলিশের প্রতিবেদনের মতোই গণ্য হবে।
ড. আসিফ নজরুল আরও জানান, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে এই অধ্যাদেশটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। এর মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সরকারের দেওয়া অন্যতম প্রধান অঙ্গীকার পূর্ণ হলো বলে তিনি মন্তব্য করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো