ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

গণভোট সফল করতে মাঠে নামছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২০২৬ জানুয়ারি ১৫ ১৫:৫৭:৫০

গণভোট সফল করতে মাঠে নামছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ধারাবাহিকতায় প্রস্তাবিত ‘জুলাই সনদ’কে সংবিধানের অংশ করার উদ্যোগ জোরদার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যেই আসন্ন গণভোটকে সামনে রেখে ‘গণভোট ২০২৬’ শিরোনামে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার মূলত তিনটি প্রধান দায়িত্ব রাষ্ট্র সংস্কার, বিচার ব্যবস্থা পুনর্গঠন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এই ম্যান্ডেট নিয়ে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশ এবং সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ’, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সভায় আরও জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় ভিডিও ক্লিপ ও প্রচারণামূলক উপকরণ প্রস্তুত করেছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৃণমূলভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ মানুষের কাছে গণভোটের তাৎপর্য ও জুলাই সনদের প্রস্তাবনাগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা গণভোটের কারিগরি প্রস্তুতি, জনসংযোগ কৌশল এবং প্রচারণার কার্যকারিতা নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে গণভোট সফল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত