ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
জাতীয় বেতন কমিশন থেকে ঢাবি অধ্যাপক মাকছুদুর রহমানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত বেতন কাঠামো ও সুপারিশমালা চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত না হওয়ায় জাতীয় বেতন কমিশন-২০২৫ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কমিশনের খণ্ডকালীন সদস্য অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। অধ্যাপক মাকছুদুর রহমান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তিনি পদত্যাগের পেছনে আটটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেন। তিনি জানান, অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশনা এবং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত আদেশ অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক ও সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
ওই সাব-কমিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা ও ন্যায়সংগত দিক বিবেচনায় নিয়ে মোট ৩৩টি সুপারিশ পেশ করে। এসব প্রস্তাবে শিক্ষকদের বেতন ও ভাতাকে কাজের মান এবং পারফরম্যান্সের সঙ্গে সংযুক্ত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
অধ্যাপক মাকছুদুর রহমান অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি একাধিকবার সাব-কমিটির প্রতিবেদনটি কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনার জন্য অনুরোধ জানালেও তা গুরুত্ব পায়নি। তিনি বলেন, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কমিশনের সর্বশেষ সভায় চূড়ান্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়সংক্রান্ত সুপারিশগুলো পুরোপুরি উপেক্ষিত হয়েছে।
এ প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুপারিশ উপেক্ষা করা হলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ব্যাহত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়েও উচ্চশিক্ষা খাতে কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারায় কমিশনে থাকা নৈতিকভাবে সমীচীন মনে করেননি বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক মাকছুদুর রহমান জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) তিনি অর্থ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। একই সঙ্গে তাকে কমিশনের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত