ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আট জেলায় শৈত্যপ্রবাহ, শীত কমার আভাস নেই

২০২৬ জানুয়ারি ১২ ১২:০৩:৪১

আট জেলায় শৈত্যপ্রবাহ, শীত কমার আভাস নেই

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে শীতের প্রকোপ আরও জেঁকে বসছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলমান এই শীতল আবহাওয়া আগামী কয়েক দিনও কমার সম্ভাবনা নেই।

সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। এ সময় দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এই সময়েও শৈত্যপ্রবাহ চলমান থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে পারে এবং দেশের অন্যান্য অংশে কুয়াশা অপেক্ষাকৃত হালকা থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্বাভাসে সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কুয়াশার প্রবণতা তখনও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ও শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত দেশের সামগ্রিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশের কিছু এলাকায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত