ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ৪৯ পরীক্ষার্থী

২০২৬ জানুয়ারি ০৯ ২১:৪৩:৩০

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ৪৯ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে নারীসহ ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা পরীক্ষাকালে জেলার ২৪টি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের মতো গাইবান্ধাতেও ৪৩টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ জন পরীক্ষার্থী আটক হন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আবদুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ বলেন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত আদেশে প্রতিটি কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি ছিল। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রের আশপাশে সভা-সমাবেশ, মিছিল ও অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা প্রথমে ২ জানুয়ারি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় শোকের কারণে তা স্থগিত করা হয়। পরে ৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সময়সূচি পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে দুপুর ৩টায় পরীক্ষা নেওয়া হয়।

এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থী ও বহিরাগতসহ ৩৮ জনকে আটক করেছিল র‍্যাব।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত