ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ঠাকুরগাঁও-১: প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

২০২৬ জানুয়ারি ০৯ ২১:০০:০৩

ঠাকুরগাঁও-১: প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের রাজনৈতিক পরিচয় নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি লিখিত ও মৌখিক অভিযোগ জমা দিয়েছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী গত বুধবার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, ঠাকুরগাঁও-১ আসনে নিয়োগপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের একটি বড় অংশই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমর্থক। তিনি অভিযোগে উল্লেখ করেন, দলীয় অনুসারী এসব কর্মকর্তা দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় পুনরায় যাচাই করে নতুন করে নিয়োগের দাবি জানান তিনি।

অন্যদিকে, একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনও পাল্টা শঙ্কা প্রকাশ করেছেন। তার অভিযোগ, নির্বাচনে বিএনপি-সমর্থিত কর্মকর্তাদের প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা ভোটের স্বচ্ছতাকে হুমকির মুখে ফেলবে। এ বিষয়ে তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে সাক্ষাৎ করে মৌখিকভাবে তার উদ্বেগের কথা জানান।

নির্বাচনের আগে দুই বড় রাজনৈতিক শক্তির এমন পরস্পরবিরোধী অভিযোগে সাধারণ ভোটারদের মনেও এক ধরনের সংশয় তৈরি হয়েছে। শহরের অনেক ভোটার মনে করছেন, যারা ভোট পরিচালনা করবেন তাদের নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, "আমরা প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারদের আস্থা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য এবং কোনো পক্ষ যেন নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত