ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন 

২০২৬ জানুয়ারি ০৯ ১৮:০৩:০৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন 

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা আজ (৯ জানুয়ারি) সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। দেশব্যাপী তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১ জেলায় বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ লাখ ৮০ হাজার প্রার্থী অংশ নেন।

পরীক্ষাটি এমসিকিউ টাইপে নেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ৯০ মিনিটের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার পূর্ণমান ৯০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত