ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টনে নতুন সুযোগ

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:৫৯:১০

গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টনে নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গুমসংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। সংশোধিত এই আইনের মাধ্যমে দীর্ঘদিন নিখোঁজ থাকা ব্যক্তির সম্পত্তি নির্দিষ্ট শর্তে বৈধ উত্তরাধিকারদের মধ্যে বণ্টনের সুযোগ সৃষ্টি হয়েছে, যা গুমের শিকার পরিবারগুলোর জন্য একটি বড় আইনি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জানানো হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের একাধিক ধারা সংশোধন করে নতুন বিধান কার্যকর করা হয়েছে।

সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি টানা কমপক্ষে পাঁচ বছর ধরে গুম অবস্থায় থাকলে এবং এই সময়ের মধ্যে জীবিত ফিরে না এলে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বৈধ উত্তরাধিকারদের আবেদনের ভিত্তিতে তার সম্পত্তি বণ্টনের ঘোষণা দিতে পারবে।

অধ্যাদেশে আরও স্পষ্ট করা হয়, ট্রাইব্যুনাল আদেশ প্রদানের সময় যে সম্পত্তি বিদ্যমান থাকবে, শুধুমাত্র সেই সম্পত্তিই উত্তরাধিকারদের মধ্যে বণ্টনযোগ্য হিসেবে বিবেচিত হবে। এই সিদ্ধান্ত ট্রাইব্যুনালের মাধ্যমে আইনগতভাবে কার্যকর হবে।

এছাড়া সংশোধনের মাধ্যমে আগের অধ্যাদেশের ধারা ১৩-এর উপধারা (৬) বাতিল করে নতুন বিধান যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনার জন্য কমিশনের সুপারিশক্রমে সরকার প্রয়োজন অনুযায়ী পাবলিক প্রসিকিউটর নিয়োগ করবে।

তবে একই সঙ্গে অভিযোগকারী বা ভুক্তভোগী চাইলে ব্যক্তিগত উদ্যোগেও আইনজীবী নিয়োগ করতে পারবেন। কমিশন গঠিত না হলে বা কমিশন কার্যকর না থাকলে, সংশ্লিষ্ট জেলা বা বিভাগের পাবলিক প্রসিকিউটর কিংবা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষমতা সরকার পাবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত