ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

‘এলপিজির অস্বাভাবিক দাম বাড়ার পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি’

২০২৬ জানুয়ারি ০৬ ১৫:২১:৫১

‘এলপিজির অস্বাভাবিক দাম বাড়ার পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি’

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এই অযৌক্তিক দাম বৃদ্ধির কারণে সাধারণ ভোক্তাদের বাড়তি দামে এলপিজি কিনতে হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান জানান, খুচরা ও পাইকারি পর্যায়ের কিছু ব্যবসায়ী সমন্বিতভাবে এলপিজির বাজারে কারসাজি করেছে। তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়েছে। দাম বাড়ার পূর্বাভাস পেয়ে কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেছে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেষে উপদেষ্টা বলেন, আগের দিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভাতেও এলপিজির মূল্য অস্বাভাবিকতার বিষয়টি আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত