ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজর টানতে ইসির বড় উদ্যোগ

২০২৬ জানুয়ারি ০৫ ২০:৫২:৪২

নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজর টানতে ইসির বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আন্তর্জাতিক নজর কাড়তে আগেভাগেই কৌশলগত প্রস্তুতিতে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে বিশ্বের ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে নাসির উদ্দিন কমিশন।

সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, আমন্ত্রিত দেশ ও সংস্থা থেকে আসা মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকের থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় নির্বাচন কমিশন বহন করবে। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের গ্রহণযোগ্যতা জোরদার করতেই কমিশনের পক্ষ থেকে এই আতিথেয়তার ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত সংসদ নির্বাচনগুলোর দিকে তাকালে বিদেশি ও দেশীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণে বড় ধরনের পার্থক্য দেখা যায়। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে (২০২৪) ৪০টি বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ৫১৭ জন প্রতিনিধি এবং ৮৪টি দেশীয় প্রতিষ্ঠানের ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

একাদশ সংসদ নির্বাচন (২০১৮) সালে দেশীয় পর্যবেক্ষক হিসেবে ৮১টি প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯০০ জন অংশ নেন। সে সময় কমনওয়েলথ, ওআইসি, ফেমবোসা ও এএইএ থেকে ৩৮ জন বিদেশি পর্যবেক্ষক এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের ১২৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দশম সংসদ নির্বাচন (২০১৪) সালে রাজনৈতিক অংশগ্রহণ সীমিত থাকায় পর্যবেক্ষকের সংখ্যাও ছিল কম। ওই নির্বাচনে মাত্র ৪ জন বিদেশি এবং ৮ হাজার ৮৭৪ জন দেশীয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

এর আগে নবম সংসদ নির্বাচন (২০০৮) ছিল পর্যবেক্ষকের দিক থেকে সবচেয়ে বড় আয়োজন। সে সময় ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশীয় এবং ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন।

রেকর্ড অনুযায়ী, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি। পরবর্তী সময়ে ওই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলে। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবার আগেভাগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমন্ত্রণ জানালো নির্বাচন কমিশন।

ইসি আশা করছে, বিদেশি পর্যবেক্ষকদের সক্রিয় উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত