ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
ওসমান হাদি হ'ত্যা মামলার চূড়ান্ত চার্জশিটের সময় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চূড়ান্ত চার্জশিট দাখিলের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী ৭ জানুয়ারির মধ্যেই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নাসিমুল গণি বলেন, হাদি হত্যা মামলাকে অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব বলেন, ফ্যাসিস্ট শক্তির এজেন্ট বা নাশকতাকারীরা যাতে সহযোগীর ছদ্মবেশে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ কাজে লাগিয়ে নাশকতাকারীরা যেন সুবিধা নিতে না পারে, সেদিকেও নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের কারণে সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশা সৃষ্টি হওয়ায় দৃশ্যমানতা কমে যাচ্ছে উল্লেখ করে নাসিমুল গণি বলেন, দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছিলেন, মামলার চার্জশিট ১০ দিনের মধ্যেই, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে দাখিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি তখন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শিগগিরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এরপর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা
- নতুন বছরে ‘বি’ ক্যাটাগরিতে নামছে তালিকাভুক্ত কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- ২০২৬ সালের প্রাথমিকের ছুটির তালিকা প্রকাশ, কমল ১২ দিন ছুটি
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা জানালেন ডিজি