ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
দেশে স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি অবাধ, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যেই তাঁদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারতকালে তিনি এসব কথা বলেন। এ সময় এক অনন্য রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবরও জিয়ারত করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বেগম জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন। মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েও তিনি আপস করেননি। কোটি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে তিনি বিদায় নিয়েছেন। আমাদের এবারের নির্বাচন মূলত তাঁর সেই ত্যাগের চেতনাকে সমুন্নত রাখার লড়াই।’
নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা দিয়ে এ্যানি বলেন, ‘আপনাদের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। মা-বোন, মুরব্বি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আমাদের বারতা পৌঁছে দিতে হবে। অতীতে আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই।’ তিনি জানান, যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন।
এ সময় জেলা বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ জানুয়ারি)