ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
‘সরি বললেও আ. লীগের কোনো মূল্য নেই’
নিজস্ব প্রতিবেদক: মানুষ মাত্রই ভুল করে আর ভুলের পর অনুতাপ ও ক্ষমা প্রার্থনাই স্বাভাবিক আচরণ। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও একটি রাজনৈতিক দল নিজেদের গুরুতর অপরাধের দায় স্বীকার করেনি এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনায় ১৭ মাসেও কোনো অনুশোচনা না দেখানোয় এখন ‘সরি’ বললেও তার আর কোনো গুরুত্ব নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি এখন এসে ভুল স্বীকার করে কিংবা ক্ষমা চায়, তাতেও কোনো বাস্তব মূল্য নেই। সময় পেরিয়ে গেছে, পাশাপাশি দলটির মনোনয়ন পাওয়ার সুযোগও আর অবশিষ্ট নেই।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় অবস্থিত গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুল আলম।
আলোচনায় তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের ভবিষ্যৎ তিনি দেখছেন না। সাধারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমে গেছে। বরং বিদেশে অবস্থানরত দলটির কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন।
শফিকুল আলমের অভিযোগ, বিদেশে বসে আওয়ামী লীগ দাবি করছে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে যা সম্পূর্ণ অবাস্তব। একই সঙ্গে তারা আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থীকে ‘জঙ্গি’ হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপনের চেষ্টা করছে, যাতে শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতা ও হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায়। এসব কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ তাদের আর বিশ্বাস করবে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ না থাকলে নির্বাচন অর্থহীন হয়ে যাবে এমন কোনো ধারণা জনগণের মধ্যে নেই। বরং মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র তুলে নেয়, তরুণ শিক্ষার্থীদের ওপর তা প্রয়োগ করে এবং গুম-খুন ও গণহত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাকে আর গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। বাস্তবে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়েই আওয়ামী লীগ নিজেদেরকে নির্বাচনের অযোগ্য প্রমাণ করেছে।
আলোচনার একপর্যায়ে শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলে তিনি আবার সাংবাদিকতা পেশায় ফিরে যেতে চান।
এর আগে তিনি নিজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। আশ্রমের ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিদর্শন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সময় কাটিয়ে শফিকুল আলম শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছিতে নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি