ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষে ২০ জন আহত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং এলাকায় ঘন কুয়াশার কারণে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৭টি যানবাহন জড়িত ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে একটি কাভার্ডভ্যান ও একটি বাস চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে এবং লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে তিনটি দুর্ঘটনা ঘটেছে। শেষভাগে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে ওঠে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনায় রাত ১টার দিকে ছনবাড়ী ব্রিজে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে আঘাত করে। এতে বাসের ড্রাইভারসহ অন্তত ১৬ জন আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্য দুর্ঘটনায় লৌহজংয়ের মেদেনীমন্ডল এলাকায় দ্রুতগতির একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ করে। কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়ে। ফায়ার সার্ভিসের তৎপরতায় দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক দুই ব্যক্তি হলেন ট্রাকচালক মো. রিপন মিয়া (৫৫) ও বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)।
ফায়ার সার্ভিস জানায়, যানবাহন চালকদের সতর্কতার অভাব, ঘন কুয়াশা এবং যানবাহনের দ্রুত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বৃহস্পতিবার রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না, তাই দুর্ঘটনা প্রবণ হয়ে ওঠে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস