ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

সাবেক প্রেমিক আসিম আজহারকে বিয়ে করছেন হানিয়া?

২০২৬ জানুয়ারি ০১ ১৩:৩৬:৫১

সাবেক প্রেমিক আসিম আজহারকে বিয়ে করছেন হানিয়া?

বিনোদন ডেস্ক: পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন হানিয়া আমির। পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ও অভিনয়ের সাবলীলতায় যেমন দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন ঘিরেও প্রায়ই থাকেন আলোচনায়। সম্প্রতি নানা ইস্যুতে খবরের শিরোনামে থাকা এই অভিনেত্রীকে নিয়ে এবার নতুন করে ছড়িয়েছে বিয়ের গুঞ্জন।

শোবিজ অঙ্গনে গুঞ্জন, চলতি বছরই নাকি বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন হানিয়া আমির। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

রহস্যময় মন্তব্যে বাড়ল জল্পনা

বিয়ের এই আলোচনা আরও উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া হানিয়ার একটি সংক্ষিপ্ত মন্তব্য। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেন ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ উত্তরে হানিয়া মজা করে লেখেন, ‘আমিও শুনছি।’

এই ছোট্ট কিন্তু ইঙ্গিতপূর্ণ জবাবই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, এমন প্রতিক্রিয়ার পেছনে হয়তো কিছু না কিছু ইশারা রয়েছে।

সাবেক প্রেমিক আসিম আজহার কি পাত্র?

বিয়ের গুঞ্জনের সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে এসেছে হানিয়ার সাবেক প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালে তাদের সম্পর্কের শুরু, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তারা।

বর্তমান গুঞ্জন অনুযায়ী, সেই পুরনো সম্পর্ক নাকি আবার নতুনভাবে শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, আসিম আজহারকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন হানিয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

ক্যারিয়ারেও উজ্জ্বল সময়

ব্যক্তিগত আলোচনার পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন হানিয়া আমির। চলতি বছরটি তার ক্যারিয়ারের জন্য বেশ সফল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

সব মিলিয়ে, সত্যিই কি খুব শিগগিরই হানিয়া আমিরের জীবনে বিয়ের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, নাকি এসব কেবল গুঞ্জন তা জানতে ভক্তদের আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত