ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন

২০২৬ জানুয়ারি ০১ ১১:৪৬:০৬

রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সেবামূলক সংস্থা ‘আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন’। আগামী ২ ও ৩ জানুয়ারি ২০২৬ তারিখে বৃহত্তর রংপুরের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক পরিসরে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুর জেলার সাতটি নির্দিষ্ট কেন্দ্রে এই শীতবস্ত্র বিতরণ করা হবে।

প্রথম দিনের কর্মসূচি (০২ জানুয়ারি, ২০২৬)

২ জানুয়ারি শুক্রবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ‘হরিশ্বর এতিমখানা ও হিফজুল কোরআন মাদরাসা’ প্রাঙ্গণে সকাল ৭ ঘটিকায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর বেলা ১১ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ‘মনসুর আলী ইসলামিক বিদ্যানিকেতন’ এবং বিকাল ৪ ঘটিকায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ‘নলপুখুরি জামে মসজিদ’ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

দ্বিতীয় দিনের কর্মসূচি (০৩ জানুয়ারি, ২০২৬)

৩ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ঠাকুরগাঁও সদরের ‘ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠ’ প্রাঙ্গণ থেকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। এরপর দুপুর ১২ ঘটিকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ‘দিহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং দুপুর ২ ঘটিকায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ‘গোবিন্দ পাড়া ফোরকানিয়া মাদরাসা’ প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হবে। সবশেষে বিকাল ৪ ঘটিকায় রংপুর সদরের ৪ নম্বর ওয়ার্ডের ‘পশ্চিমপাড়া জামে মসজিদ’ প্রাঙ্গণে কম্বল বিতরণের মাধ্যমে এই দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।

আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশনের (রেজিস্ট্রেশন নং: S-13855/2022) এই মানবিক উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানিয়েছেন, শীতার্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা প্রতি বছর এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে তাদের ওয়েবসাইট (www.almadinakhairiahfoundation.org) ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত