ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

জামায়াত আমিরের মন্তব্যে রাষ্ট্রপতির প্রতিক্রিয়া

আমি আর বিষয়টি জটিল করতে চাই না: রাষ্ট্রপতি

২০২৫ ডিসেম্বর ৩১ ২১:৫৪:৪০

আমি আর বিষয়টি জটিল করতে চাই না: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারে জামায়াতে ইসলামী থাকলে এবং সেই সময় রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন বহাল থাকলে দল স্বস্তি বোধ করবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

রয়টার্সের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান আগামী নির্বাচন, ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেখানে যদি জামায়াতে ইসলামী থাকে এবং ওই সময়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্বে থাকেন, তবে আমরা স্বস্তি বোধ করব না।”

জামায়াত আমিরের এই মন্তব্যের বিষয়ে রাষ্ট্রপতির প্রতিক্রিয়া জানতে তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তিনি বিষয়টি নিয়ে দীর্ঘ কোনো আলোচনা করতে রাজি হননি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুধু বলেন, “আমি আর বিষয়টি জটিল করতে চাই না।”

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়। গত মাসেই রয়টার্সকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচনের পর এবং নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি স্বচ্ছতা ও সমমর্যাদার ওপর গুরুত্বারোপ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন থেকেই দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত