ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

ঢাবিতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত

২০২৫ ডিসেম্বর ৩০ ১৭:৪৩:১৯

ঢাবিতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এক শোক বাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দেশ গঠনে তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) এক বিস্তারিত শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে ‘সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের অবিচল প্রতীক’ হিসেবে অভিহিত করেছে। ডাকসু জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দেশের কঠিন সময়ে তিনি দৃঢ়তার সাথে গণতান্ত্রিক আন্দোলনের হাল ধরেছিলেন। তিনি কখনোই কোনো বিদেশি তোষামদ বা চাপের কাছে নতি স্বীকার করেননি।

ডাকসুর শোক বার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম জিয়া ছিলেন আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রধান মুখ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে বাড়িছাড়া হতে হয়েছে এবং দীর্ঘ কারাবাস ও চিকিৎসা বঞ্চনা সহ্য করতে হয়েছে। এতকিছুর পরও তিনি তাঁর আদর্শ ও বিশ্বাসে অটল ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের জনগণ এক মহান দেশপ্রেমিক নেতাকে হারালো।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নেত্রী। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত