ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
দিল্লি ফেরত হাইকমিশনারের সঙ্গে দুই উপদেষ্টার জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক শেষ করে দুপুর ১২টার আগে তিনজন উপস্থিত হন। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও বৈঠকের আগে মন্ত্রণালয়ে পৌঁছান। প্রায় আধঘণ্টা ধরে তিনজনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বিভিন্ন সময় হাইকমিশনারদের ঢাকায় ডেকে আলোচনা করা হয়। তবে বৈঠকের বিস্তারিত বিষয় তিনি প্রকাশ করেননি। পররাষ্ট্র উপদেষ্টাও মন্ত্রণালয় ত্যাগের সময় কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে জরুরি ভিত্তিতে নয়াদিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে ঢাকায় তলব করেছিল।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ও ময়মনসিংহের পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকাও দিল্লিতে তলবের মাধ্যমে কূটনীতিকদের সঙ্গে উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে।
পরিস্থিতির কারণে ঢাকা-দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হিন্দুত্ববাদী সংগঠনের হামলার পর কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনেও হামলার ঘটনা ঘটে।
উভয় দেশের হাইকমিশনারদের একে অপরকে তলব করার ঘটনায় দুই দেশের সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মাত্র দুই সপ্তাহে দুই দফায় পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে।
সবশেষ, ২৩ ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে, একই দিন বিকেলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এদিন দুই দেশের দূতদের পাল্টাপাল্টি তলব করা বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল