ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
প্রাথমিক শিক্ষক নিয়োগ
রাষ্ট্রীয় শোকেও নিয়োগ পরীক্ষা স্থগিত হবে না
নিজস্ব প্রতিবেদক: সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর মধ্যে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোক এই পরীক্ষার আয়োজনকে প্রভাবিত করবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নি। তাই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা সময়মতো জানানো হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার গুজব ছড়ানো হয়। অনেক পেজ ও আইডি থেকে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা অস্বীকার করেছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারি পরীক্ষায় অংশ নেবেন। প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে গত ২৭ ডিসেম্বর থেকে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা সকাল ৯টার মধ্যে কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে।
প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ওয়েবসাইট (admit.dpe.gov.bd) থেকে Username ও Password অথবা SSC রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্টকপি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে ওএমআর শিট পূরণ ও অন্যান্য নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের দ্রব্য সঙ্গে নেওয়ার ক্ষেত্রে পরীক্ষা থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতারণা এড়ানোর জন্য পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল