ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

‘শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গঠনে কাজ করব’

২০২৫ ডিসেম্বর ২৯ ২৩:০০:২৮

‘শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গঠনে কাজ করব’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইনসাফের প্রশ্নে কোনো ধরনের সমঝোতা করা হবে না। আমরা আনকম্প্রোমাইজিং অবস্থানে থাকব এবং নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালাব। মানুষের কাছে আমাদের তরুণ প্রজন্মের ভাবনা তুলে ধরতে চাই। শহীদ শরিফ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গঠনে আমরা কাজ করব।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এই সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা ও দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে দেশের মানুষ মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং ভোটাধিকার সবার জন্য কার্যকর করা।”

তিনি আরও বলেন, “শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠিত হোক। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জোটের মনোভাবকে অটুট রাখব। ইনসাফের প্রশ্নে আমাদের অবস্থান সম্পূর্ণ অনমনীয় থাকবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত