ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

শেষ দিনে এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা পড়েছে?

২০২৫ ডিসেম্বর ২৯ ১২:৩০:৪৯

শেষ দিনে এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা পড়েছে?

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার (২৯ ডিসেম্বর)। তবে ঢাকা জেলার গুরুত্বপূর্ণ পাঁচটি সংসদীয় আসনে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটি মনোনয়নপত্রও জমা পড়েনি। যদিও এসব আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে ১২ জন, ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের আংশিক) আসনে ৬ জন এবং ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে সর্বোচ্চ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা-১৯ (সাভার) আসনে ১৩ জন এবং ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। তবে সোমবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কোনো আসনেই ফরম জমা পড়ার খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রার্থীরা শেষ মুহূর্তের ভিড় এড়াতে বিকেলের দিকেই জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সারাদেশের চিত্র অনুযায়ী, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মাত্র ৩১ জন প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন। আজ বিকেলের মধ্যেই সব প্রার্থীকে তাদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করতে হবে।

নির্বাচনের সময়সূচি:

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।

আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি।

প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, মনোনয়নপত্র বাছাই এবং আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত