ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

জামায়াত জোটে ‘সবুজ সংকেত’ এনসিপির কেন্দ্রীয় ১৭০ নেতার

২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:৫৫:০৪

জামায়াত জোটে ‘সবুজ সংকেত’ এনসিপির কেন্দ্রীয় ১৭০ নেতার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরে চলা টানাপোড়েনের মধ্যে নতুন মোড় নিয়েছে। জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন ১৭০ জন কেন্দ্রীয় নেতা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পাঠানো এই চিঠিতে জোটপন্থীরা দাবি করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার নিরিখে এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। এর আগে জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে ৩০ জন নেতার একটি চিঠি দেওয়ার পর দলের ভেতরে যে মতবিরোধ দেখা দিয়েছিল, তার পাল্টা পদক্ষেপ হিসেবে এই বিশাল অংশের সমর্থন সামনে এল।

চিঠিতে কেন্দ্রীয় নেতারা উল্লেখ করেন, ‘দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে এই কৌশলগত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তারা আরও জানান, দলীয় ও জাতীয় স্বার্থে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে, তবে তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

নেতারা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে শীর্ষ নেতৃত্বের নেওয়া যেকোনো সিদ্ধান্ত দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা বৃদ্ধি করবে।

চিঠি প্রদানকারীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, মাহমুদা মিতু, মাহিন সরকারসহ ১৭০ জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল। সংশ্লিষ্ট সূত্রমতে, এই সংখ্যা আরও বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চিঠির মাধ্যমে এনসিপির একটি বড় অংশই জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পক্ষে নিজেদের অবস্থান চূড়ান্ত করল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত