ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করার অধিকার আমাদের নেই: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা বৈষয়িক সুযোগ-সুবিধা হওয়া উচিত নয়, বরং পরিবার, সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনারগাঁও ইউনিভার্সিটির ‘দ্বিতীয় সমাবর্তন-২০২৫’-এ সমাবর্তন বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকা এই উপদেষ্টা বলেন, "শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশ একটি গুরুত্বপূর্ণ মোড়। কর্মজীবন বেছে নেওয়ার সময় প্রতিটি শিক্ষার্থীর নিজেকে প্রশ্ন করা উচিত— এই পথ দিয়ে আমি দেশ ও মানুষের জন্য কী করতে পারি। মনে রাখতে হবে, নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়, তাই উন্নয়নের নামে এগুলো ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। পরিবর্তন অন্যের হাত ধরে নয়, বরং নিজের আচরণ বদলানোর মাধ্যমেই শুরু করতে হয়।"
তরুণদের রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "রাজনীতি মানেই শুধু দলীয় কর্মকাণ্ড নয়; মানুষের অধিকার, সরকারের জবাবদিহিতা ও নাগরিক দায়িত্বও রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও সহনশীলতার পথে দেশকে এগিয়ে নিতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগই আমাদের পরিবর্তনের প্রধান শক্তি।"
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে নারী ও পুরুষকে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে দেবে।
সমাবর্তন অনুষ্ঠানে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। কৃতিত্বপূর্ণ ফলের জন্য ১৩ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস গোল্ড মেডেল’ এবং ৮৩ জন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল’সহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন