ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাদি হ'ত্যার মূল ঘাতক ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

২০২৫ ডিসেম্বর ২৮ ১২:২৮:২৭

হাদি হ'ত্যার মূল ঘাতক ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশ ছেড়ে পালিয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, শরীফ ওসমান হাদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রধান অভিযুক্ত ফয়সাল এবং তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতের ভূখণ্ডে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, আগামী ৭-৮ দিনের মধ্যেই এই মামলার পূর্ণাঙ্গ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে প্রচারণা শেষে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ফয়সাল ও তার সহযোগী। গুরুতর আহত অবস্থায় হাদিকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

প্রথমে এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর গত ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। বর্তমানে পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বা কূটনৈতিক তৎপরতা শুরুর প্রক্রিয়া চলছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত