ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ শেষ ৮ গোলে, জানুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৫ ২৩:২২:৫৭

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ শেষ ৮ গোলে, জানুন ফলাফল

সরকার ফারাবী: ল্যাটিন আমেরিকার ফুটবলে যখনই আর্জেন্টিনা ও ব্রাজিলের নাম আসে, তখনই ভক্তদের রক্তে শুরু হয় উন্মাদনা। এবার সেই উন্মাদনার নতুন মাত্রা যোগ হলো কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে নীল-সাদা জার্সিধারীরা। পেরুর লিমায় ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার যুবারা দেখিয়েছে নিখুঁত ছন্দ আর গোলক্ষুধা।

আর্জেন্টাইন যুবাদের গোল উৎসব

ম্যাচজুড়েই ছিল আলবিসেলেস্তেদের একচেটিয়া দাপট। ইকুয়েডরের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে গোলবন্যা বইয়ে দেন রদ্রিগো আলভারেজ ও তাঁর সতীর্থরা। রদ্রিগো একাই করেছেন দুই গোল। এ ছাড়া উলিসেস সিলগুয়েরো, বাতিস্তা কাসো, ফ্যাব্রিসিও গালভান, ইভান মন্টেরস এবং লুকাস হঞ্জ প্রত্যেকেই একবার করে জালের দেখা পেয়েছেন। ইকুয়েডরের জাভিয়ের চিকুইতো একটি গোল শোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। মজার বিষয় হলো, একই টুর্নামেন্টে বলিভিয়াকেও ৭-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তির জানান দিয়েছে কলম্বিয়া।

সেমিফাইনালে সুপার ক্লাসিকো: আর্জেন্টিনা বনাম ব্রাজিল

গ্রুপ পর্বের ৪ ম্যাচে দুটি জয় ও দুটি ড্র নিয়ে রানার্সআপ হিসেবে শেষ চারে পা রেখেছে আর্জেন্টিনা। তবে ফাইনালের টিকিট পেতে হলে তাদের পার হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কঠিন দেয়াল। গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হয়ে আসা ব্রাজিলের বিপক্ষে এই ‘সুপার ক্লাসিকো’ লড়াইকে ঘিরে ফুটবল বিশ্বে এখন টানটান উত্তেজনা। অন্য সেমিফাইনালে লড়বে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

সোশ্যাল মিডিয়ায় সেই 'সেভেন-আপ' বিতর্ক

আর্জেন্টিনার এই ৭-১ গোলের জয় বাংলাদেশে ফুটবল সমর্থকদের মাঝে এক পুরনো স্মৃতিকে তাজা করে তুলেছে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ৭-১ পরাজয়ের পর 'সেভেন-আপ' শব্দটি এ দেশে জনপ্রিয় এক ট্রোলে পরিণত হয়েছে। ফুটসালে আর্জেন্টিনার এই স্কোরলাইন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আবারও শুরু হয়েছে হাস্যরসাত্মক বিতর্ক। এখন দেখার বিষয়, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেমিতেও কি এই আধিপত্য বজায় রাখতে পারবে আর্জেন্টিনা?

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত