ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না 

২০২৫ ডিসেম্বর ২৪ ১০:০৬:১০


আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জ্বালানি খাতে চলমান অবকাঠামো উন্নয়ন ও নগর সেবার মান সমুন্নত রাখতে রাজধানীতে আজ একটি গুরুত্বপূর্ণ গ্যাস লাইন সমন্বয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নম্বর মিন্টো রোড, ঢাকা–র বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে আজমঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্তকাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত)মহাসড়কেরউভয় পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধথাকবে।

এ ছাড়া ওই এলাকায় এবং আশপাশের এলাকায়স্বল্পচাপে গ্যাস সরবরাহ হতে পারে

তিতাস গ্যাস জানিয়েছে, এই কার্যক্রম সাময়িক হলেও ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সেবা নিশ্চিত করতে এটি অপরিহার্য। তাই গ্রাহকদের ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত