ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান এসপিরা

২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:১৩:৪৭

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান এসপিরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনের সম্মেলনে অংশগ্রহণকারী পুলিশ সুপাররা মাঠে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি এবং পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দাবি করেছেন। তারা এ ছাড়াও ভোটের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এসপিরা জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছেন। তবে যানবাহন সংকট এবং জনবল কম থাকার কারণে মাঠে কার্যক্রমে সীমাবদ্ধতা দেখা দিচ্ছে।

এসপিরা আরও বলেন, নির্বাচনের দিন যদি অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তি ভোট দিতে আসেন, পুলিশকে তাদের সহযোগিতা করতে বলা হয়। এই প্রেক্ষিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের মাঠে রাখার জন্য সুপারিশ করা হয়। তারা উল্লেখ করেন, পূর্বের নির্বাচনের তুলনায় পুলিশের বাজেট বৈষম্যমূলক ছিল, তাই এবার বাজেট বৃদ্ধি প্রয়োজন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো এবং পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে তারা মতামত দেন।

সম্মেলনে জেলা প্রশাসকরা জানান, মাঠ পর্যায়ে বৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করার জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে। দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করা হয়। এছাড়া এআই ও অপতথ্য প্রচারের মোকাবিলার জন্য পদক্ষেপ নেওয়ার গুরুত্ব আরোপ করা হয়। অনেক উপজেলায় গাড়ি পুড়ে যাওয়ায় সেখানে নতুন যানবাহনের প্রয়োজন এবং গণভোট প্রচারের জন্য সময় বৃদ্ধির পরামর্শ দেন ডিসিরা। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত